View Question 1890 views

Subject : সাংবিধানিক মৌলিক অধিকার বাস্তবায়ন প্রসঙ্গে।

Avatar

Written By : loakman

আমার নাম লোকমান হোসেন। আমি আপনার নির্বাচনী এলাকার রামগঞ্জের ৮নং করপাড়া ইউনিয়নের একজন বাসিন্দা। ২০১৬ সালে আমি নিজ বসত ভিটায় পাকা বাড়ি নির্মান করতে গেলে মিথ্যা অভিযোগে আমার বিরুদ্ধে ৮নং করপাড়া ইউনিয়ন পরিষদে মামলা দিয়ে আমার ঘরের কাজ বন্ধ করে দেয়। ফলে আজ ২ বছর আমার ঘরের কাজ বন্ধ। গ্রাম্য আদালতে চারটি রায়ের সিদ্ধান্ত হলেও একটি রায়ও বাস্তবায়ন করা হয়নাই। যার ফলে আমার ইট গুলো নষ্ট হবার পাশাপাশি আমি গ্রাম্য আদালতে আর্থিক ক্ষতির শিকার হই, মানসিক হয়রানীর শিকার হই। ফলে দেশের একজন নাগরিক হিসাবে আজ আমি নিজ বসত ভিটায় পাকা ঘর নির্মান করতে পারছিনা। যার কারনে আজ আমি নাগরিক, সাংবিধানিক,মৌলিক অধিকার থেকে বঞ্চিত। গ্রাম্য সালিশ বাণিজ্যের শিকার আমি। মাননীয় প্রধানমন্ত্রীকে যেখানে মাদার অব হিউম্যানিটি বলা হয় সেখানে কেন আমি মানবতর জীবন যাপন করব। আপনার নির্বাচনী এলাকার একজন নাগরিক হিসাবে আমি আপনার নিকট আমার সাংবিধানিক মৌলিক অধিকার ফিরে পেতে চাই। আশাকরি আপনার সহযোগীতার মাধ্যমে আমার মৌলিক অধিকার বাস্তবায়ন হবে।