About Me: |
যেহেতু চিংড়ি পোনা বা বাগদার উপর নির্ভরশিল সমগ্র সাতক্ষিরার মানুষ। আবার বৈদেশিক অর্জনের জন্য চিংড়ি মাছ অনন্য ভুমিকা রাখে। আমি তিন নং ওয়ার্ডের বাসিন্দা ওএকজন চিংড়ি পোনা ব্যবসায়ি হিসাবে আমার এম পির মাধ্যমে আপনার কাছে জানতে চাই,," সাতক্ষীরা সদর হয়ে এই চিংড়ি পোনা সমগ্র সাতক্ষীরার কৃষক তথা মৎস খামারে যায়। নিন্মমানের ও ভাইরাস জনিত পোনা সরবরাহ হওয়ায় কটি কটি টাকার চিংড়ি ক্ষতিসাধিত হচ্ছে এবং রাজস্ব্য হারাচ্ছে। আবার পাশ্ববর্তি দেশ ভারত হতেও অবৈধ ভাবে নফলি ( মাইছিছ ১) ডিম আসছে। আবার টেকনাফ ও কক্সবাজার হতে এই পোনার সাথে মরন নেসা ইয়াবা আসার কথাও শোনা যায়। " এক্ষেত্রে কোন উচ্চপর্যায়ে ( নেগেটিভ পোনা নির্বাচন) মেশিন যা মৎস্য কর্মকর্তা দ্বারা মনিটারিং করা যায় কিনা।
|