Ambassador
View Question 3286 views
Subject : Development of noakhali Railway
Written By : Ashaduzzaman
জনাব, আমার সালাম নিবেন। নোয়াখালীতে রেলওয়ে ১৮৯৫ সালে প্রতিষ্ঠিত হয়। এক শতকেরও বেশি সময় পার হয়ে গেছে কিন্তু এই এলাকার রেলওয়ে রয়ে গেছে সেই মান্দাতার আমলের মতই। নেই কোন উন্নত মানের ষ্টেশন, নেই কোন ভাল ট্রেন। একমাত্র ট্রেন উপকূল তারও আজ ভঙ্গুর দশা। নতুন কোঁচ এসেছে রেল এর জন্য। কিন্তু আমরা কিছুই পাইনি। পেয়েছে সিলেট,চট্টগ্রাম আর দেওয়ানগঞ্জ এর ট্রেন । দেওয়ানগঞ্জ এর ট্রেন তিস্তা যদি নতুন কোঁচ পেতে পারে তাইলে নোয়াখালী কেন পাবেনা ??? তুর্নার সাদা কোঁচ গুলোও দিচ্ছে রংপুর কে। তাইলে আমাদের অপরাদ টা কোথায়। আবার রেলমন্ত্রী বলেছেন সামনে কোঁচ আসলে সবার আগে সিলেট কে দেওয়া হবে। সব যায়গা পায় কিন্তু নোয়াখালী কেন পাবেনা?? নোয়াখালীতে নতুন একটা ট্রেন দেয়ার কথা। কিন্তু এর কোন খবর নেই। রাতে একটা মেইল ট্রেন চলে মাত্র ৩ টা কোঁচ নিয়ে। ঐ ট্রেন টার উন্নয়ন করে ১০ টা কোঁচ দিলেও মানুষের কষ্ট কিছুটা কমত। উপকূল ট্রেন টা প্রতিদিন ঢাকা থেকে চাড়তে দেরি করে। কারন হিসেবে রেলওয়ে বলে ওয়াসপিট(ট্রেন ধোয়ার স্থান) খালি পাওয়া যায়না। কিন্তু উপকূল সারা রাত নোয়াখালী অলস পড়ে থাকে। নোয়াখালীতে যদি একটা ওয়াসপিট করা যায় তাইলে এই সমস্যা সহজেই সমাধান করা যায়। সারা দেশের বেশিরভাগ যায়গায় কম্পিউটারাইজড টিকেটিং থাকলেও নোয়াখালীতে চলে হাতে লিখা টিকেট। এখানেও অবহেলিত। আর ট্রেন লাইন এর কথা কি আর বলব। পুরান আমলের ষ্টিলের স্লিপার + লাইনে নেই কোন পাথর। এই হচ্ছে নোয়াখালী রেলওয়ের অবস্থা । নোয়াখালী রেলওয়ের উন্নয়নে আপনার সদয় দৃষ্টি কামনা করছি।
Written By : Morshed Alam -মোরশেদ আলম
একটি ভিডিও বার্তায় আপনার প্রশ্নের উত্তর দেওয়া হলো। https://www.youtube.com/watch?v=2UNjqX0cf0A