উল্লিখিত বিষয়ে মহোদয়ের দৃষ্টি আকর্ষন পূর্বক বিনীত নিবেদন এই যে, নিশ্চিন্তপুর ডি,এস,ইসলামিয়া কামিল মাদরাসা,কচুয়া,চাঁদপুর প্রতিষ্ঠানটি ১৯৫৮ সনে মরহুম মোঃ খলিলুর রহমান স্যারের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে এবং আপনার সু-দৃষ্টি ও সহযোগিতায় বর্তমানে সারা বাংলাদেশে এক ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃতী লাভ করেছে। অত্র প্রতিষ্ঠানে বর্তমানে পি.এস.সি,জে.ডি.সি,দাখিল,আলিম,ফাজিল ও কামিল সেন্টার পরীক্ষাগুলো অনুষ্ঠিত হয়। প্রায় ১৩০০(তেরশত)ছাত্র-ছাত্রী অত্র প্রতিষ্ঠানে বর্তমানে অধ্যয়নরত আছে। আপনার প্রচেষ্টায় ১৯৯৩ সালে অত্র মাদরাসায় একটি একতলা বিশিষ্ট একাডেমিক ভবন নির্মিত হয়। যা বর্তমানে প্রায় জরাজীর্ণ অবস্থায় রয়েছে। একটি বহুতল বিশিষ্ট একাডেমিক ভবনের অভাবে অত্র প্রতিষ্ঠানের লেখাপড়ার মান কাঙ্খিত লক্ষে পৌঁছানো সম্ভব হচ্ছে না।
অতএব, মহোদয় সমীপে আবেদন এই যে, অত্র প্রতিষ্ঠানে একটি বহুতল বিশিষ্ট একাডেমিক ভবন স্থাপনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে আপনার সু-দৃষ্টি কামনা করছি।