View Question 2292 views

Subject : ঢাকার কয়েকটি সরকারী স্কুলের হায়ার সেকেন্ডারি (এইচএসসি) বিভাগের জন্য শিক্ষক নিয়োগ সংক্রান্ত

Avatar

Written By : Kaosar Ahmed

মাননীয় মন্ত্রী,

আমার সালাম ও শুভেচ্ছা নিবেন । আপনি অবগত আছেন যে ঢাকার  কয়েকটি  সরকারী স্কুলে (যেমন : মতিঝিল সরকারী বালক উচ্চ বিদ্যালয়, গভঃ ল্যাব স্কুল,  খিলগাঁও সরকারী  উচ্চ বিদ্যালয়ে) ২০০৭ সাল হতে  এইচএসসি বিভাগ খোলা হয়েছে (হায়ার সেকেন্ডারী স্কুল হিসেবে)  । এই সকল  স্কুলে হায়ার সেকেন্ডারী বিভাগের জন্য সরকারী ভাবে কোন শিক্ষক নিয়োগ  দেয়া হয়নি, বরং অধিকাংশ ক্ষেত্রেই স্কুলের সেকেন্ডারী পর্যায়ের শিক্ষক দের দিয়ে শিক্ষা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে । বেশীরভাগ ক্ষেত্রে  এই সকল  শিক্ষক মহোদয়রা নিয়মিত ক্লাস নিতে অপারগ হচ্ছেন, দেখা যাচ্ছে একই সাথে স্কুল এবং কলেজ বিভাগের ক্লাস একই সাথে পড়ে যাচ্ছে  ,তারা তখন স্কুলের ক্লাস টা নিতেই অধিক মনোযোগী  হচ্ছেন । প্রায় প্রতিটি প্রতিষ্ঠানেই ব্যবহারিক কাজ (পরিক্ষাগারে) হচ্ছে   না বললেই চলে ।  যার ফলে শিক্ষার্থীরা তাদের প্রয়োজনীয় শিক্ষা লাভ করতে পারছে না এবং এইচএসসি লেভের জন্য উপযুক্ত ও গুণগত শিক্ষা তারা পাচ্ছে না ।

এমতব্যস্থায় আপনার  সুদৃষ্টি এই  ব্যাপার টির উপর কামনা করছি  । 

ধন্যবাদ ।