Ambassador

No ambassador found for this MP

Apply to represent him

View Question 3458 views

Subject : এম সাইফুর রহমান ডিগ্রী কলেজকে সরকারীকরণ প্রসঙ্গে।

Avatar

Written By : Zikrul Islam

মাননীয় সংসদ সদস্য, সিলেট-৪ (কোম্পানীগঞ্জ-গোয়াইনঘাট-জৈন্তাপুর) জনাব ইমরান আহমদ সাহেবের সুদৃষ্টি কামনা করছি।

এম সাইফুর রহমান ডিগ্রী কলেজ, কোম্পানীগঞ্জ। এটি কোম্পানীগঞ্জ উপজেলার সর্বোচ্চ এবং সর্বশ্রেষ্ঠ বিদ্যাপীঠ। প্রতিষ্ঠার পর থেকে আজ অবধি সাফল্যের সাথে পাঠদান করে চলেছে এ শিক্ষাপ্রতিষ্ঠান টি। ফলাফলও সন্তোষজনক। বহু মেধাবী শিক্ষার্থীর সমাগম ঘটে প্রতি বছর এ কলেজে। এ কলেজের মানসম্পন্ন লেখাপড়া এবং অনুশাসনের সুনাম পুরো সিলেটব্যাপী। এ কলেজ থেকে পাশ করে বাংলাদেশের সেরা বিশ্ববিদ্যালয়গুলোতে অধ্যয়নের সুযোগ পেয়েছেন শিক্ষার্থীরা। নির্দ্বিধায় বলা যায় এম সাইফুর রহমান ডিগ্রী কলেজ কোম্পানীগঞ্জের সেরা কলেজ। বর্তমান সরকার বাংলাদেশের ১০০০ টি কলেজকে সরকারীকরণ করেছেন। এজন্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনাকে ধন্যবাদ ও অভিনন্দন জানাচ্ছি । মাননীয় সংসদ সদস্য, উক্ত কলেজগুলোর মধ্যে আমাদের সিলেট -৪ আসনের দুটি কলেজ সরকারী হয়েছে। কলেজগুলো জৈন্তাপুর ও গোয়াইনঘাটে অবস্থিত। কিন্তু দুঃখজনক হলেও সত্যি যে কোম্পানীগঞ্জ উপজেলার কোনো কলেজ সরকারীকরণ হয় নি। আমরা আশা করছি যে খুব শীঘ্রই কোম্পানীগঞ্জের কলেজগুলো সরকারীকরণের আওতাধীন করা হবে। মাননীয় এম.পি মহোদয়, আপনি এম. সাইফুর রহমান ডিগ্রী কলেজের গভর্নিং বডির সম্মানিত চেয়ারম্যান । কোম্পানীগঞ্জের সর্বোচ্চ বিদ্যাপীঠ এবং একমাত্র ডিগ্রী কলেজ হওয়ার সুবাদে কোম্পানীগঞ্জবাসীর প্রাণের দাবী এম সাইফুর রহমান ডিগ্রী কলেজকে যেন সরকারীকরণের আওতাভুক্ত করা হয়। এতে উপকৃত হবে কলেজটির এবং কোম্পানীগঞ্জ উপজেলার হাজারো শিক্ষার্থী । নতুন শিক্ষানীতি-২০১০ অনুযায়ী অষ্টম শ্রেণী পর্যন্ত প্রাথমিক এবং নবম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত মাধ্যমিক স্তরে উন্নীত করায় বর্তমানে কোম্পানীগঞ্জ উপজেলার এক মাত্র পূর্ণাঙ্গ কলেজ হচ্ছে এম. সাইফুর রহমান ডিগ্রি কলেজ।

তাই মাননীয় সংসদ সদস্য মহোদয়ের কাছে আকুল আবেদন যে এম সাইফুর রহমান ডিগ্রী কলেজকে সরকারীকরণে আপনার সদয় মর্জি হয়।

বিনীত,

জিকরুল ইসলাম