View Question 2899 views

Subject : নদী ভাঙ্গন কবলিত মানুষদের জন্য কি পদক্ষেপ নেওয়া হবে?

Avatar

Written By : Habibur Rahman

মাননীয় এম,পি  মহোদয় আমার সালাম নিবেন।

আমি আপনার নির্বাচনী এলাকার হাবিবুর রহমান। আপনি জানেন যে, সম্প্রতি পদ্মা নদী ভাঙ্গনের ফলে কুন্ডেরচর কালু বেপারি স্কুল সংলগ্ন এলাকায় যোগাযোগ ব্যবস্থা ও শিক্ষা ব্যবস্থা ব্যহত হচ্ছে। নদী ভাঙ্গন রোধে পানি উন্নয়ন বোর্ড কোন উদ্যোগ গ্রহণ করেনি। নদী ভাঙ্গন কবলিত মানুষদের জন্য সরকারি তেমন কোন সাহায্য আসেনি। আমার প্রশ্ন হচ্ছে, নদী ভাঙ্গন রোধে ও ভাঙ্গন কবলিত এলাকার শিক্ষা ব্যবস্থা উন্নয়নে কোন ধরনের পদক্ষেপ নেওয়া হবে কিনা? উল্লেখ্য এখানে নদী গর্ভে কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান বিলীনহয়ে গেছে।

ধন্যবাদ মাননীয় এমপি।

বিনীত,

হাবিবুর রহমান 

Avatar

Written By : B.M. Muzammel Haque - বি,এম, মোজাম্মেল হক

Public

‘প্রশ্ন- নদী ভাঙ্গণ কবলিত এলাকার উন্নয়ন: 

ধন্যবাদ আমার এমপি কর্তৃপক্ষকে সংসদ সদস্য ও জনগণের মাঝে দূরত্ব কমিয়ে আনার জন্য। আমার নির্বাচনী এলাকা শরীয়তপুর-১ এর কয়েকটি ইউনিয়নে নদী ভাঙ্গনের ফলে রাস্তা ঘাট ও যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়েছে। শিক্ষাব্যবস্থা ব্যহত হয়েছে কয়েকটি ইউনিয়নে। কলমিরচর (কালুবেপারী) এলাকায় নদী ভাঙ্গনের ফলে কয়েকটি বিদ্যালয় নদী গর্ভে বিলীন হয়েছে। ইতিমধ্যে সংশ্লিষ্ট নদী ভাঙ্গন কবলিত এলাকায় নদী খনন কার্য ও গতিপথ পরিবর্তনের জন্য পরিকল্পনা মন্ত্রনালয়ে আছে। একনেকে পাশ হওয়ার পরেই আগামী অর্থ বছরে নদী ভাঙ্গন রোধে এ কাজ শুরু হবে। যে সমস্ত প্রতিষ্ঠান নদী ভাঙ্গনের ফলে ক্ষতিগ্রস্ত হয়েছে দ্রততম সময়ের মধ্যেই নতুন করে ভবন নির্মাণের জন্য অর্থবরাদ্দ করা হবে। 


বি,এম মোজাম্মেল হক 
সংসদ সদস্য 
বাংলাদেশ জাতীয় সংসদ 
শরীয়তপুর-১