View Question 1907 views

Subject : ফরিদপুরে দুই বছরেও চালু হয়নি সালথা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স।

Avatar

Written By : AmarMP Admin

মাননীয় এমপি

শুভেচ্ছা নিন। 

ফরিদপুরে বালিয়াগোট্টি উপজেলার বাজারের পাশে প্রায় ১৯কোটি টাকা ব্যায়ে নির্মাণ করা হয়েছে ৫০শয্যা বিশিষ্ট সালথা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। গত ২০১২সালে এর ভিত্তি প্রস্তর স্থাপন করেন মাননীয় সংসদ সদস্য সৈয়দ সাজেদা চৌধুরী।পরে ২০১৭ সালে ভবন নির্মাণের কাজ শেষ হয়। মূল ভবনসহ এখানে ছোটবড় ৬টি ভবন রয়েছে। ভবনগুলো মধ্যে রয়েছে ৫০শয্যা বিশিষ্ট মূল ভবন, কনসালটেন্ট কোয়াটার,নার্স ডরমিটরী,ডক্টরস ডরমিটরী,বৈদ্যুতিক সাব স্টেশন ও গ্যারেজ এবং কাম-ড্রাইভার কোয়ার্টার। কিন্ত নির্মাণের ২ বছর পার হয়ে গেলেও এখনও চালু হয় নি এই স্বাস্থ্য কমপ্লেক্সটি।এদিকে সালথা উপজেলা থেকে ফরিদপুরের দূরত্ব প্রায় ৩০কি.মি। স্বাস্থ্য কমপ্লেক্সটি চালু না হওয়ায় উপজেলার মানুষকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিতে যেতে হয় যা স্থানিয় রোগীদের জন্য ভীষণ কষ্টকর। এছাড়া স্বাস্থ্য কমপ্লেক্সটিতে নেই কোন সীমানা প্রাচীর। সবাই কোন বাধা ছাড়াই এখানে চলাফেরা করতে পারে। এতে চুরি যাচ্ছে মূল্যবান যন্ত্রপাতি। ভাংচুর করা হয়েছে জানালার কাচ ও বৈদ্যুতিক সুইচ। বৃষ্টির কারণে চারপাশের মাটি ধসে পড়েছে। স্বাস্থ্য কমপ্লেক্সটি চালু না হওয়ায় একদিকে চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছে সাধারণ মানুষ এবং অন্যদিকে নষ্ট হচ্ছে সরকারী সম্পদ। ভিডিওটি ৫ জুলাই ২০১৯ বিকাল ৬ টায় আমার এমপি ডটকমের একজন ভলেন্টিয়ার তার মোবাইল ফোনে ধারণ করেছে। এ ব্যাপারে ফরিদপুরে-২ আসনের মাননীয় সংসদ সদস্য সৈয়দ সাজেদা চৌধুরী-এর দৃষ্টি আকর্ষণ করছি।

বিনীত

আমারএমপি