উত্তরা ৫ নাম্বার সেক্টরের রাস্তার পাশের চিত্র এটি। রাস্তার কাজ খুব সুন্দর, রাস্তার ড্রেন গুলোও খুব সুন্দর করে কাজ করা কিন্তু এই এলাকার প্রধান সমস্যা মশা মাছি। মশার যন্ত্রনায় এই এলাকায় টিকে থাকা যায় না একটু বৃষ্টির পানি জমলেই। তার উপর ড্রেনগুলোর উপর কোন ঢাকনা নেই। ঢাকনা না থাকলে যে মশা মাছি ড্রেনের পানি থেকে জন্ম নিয়ে চিকুনগুনিয়া, ম্যালেরিয়া, ডেঙ্গুর মত মহামারি আকার ধারণ করছে সেই খেয়াল কারো নেই। হাসপাতালে গেলেই কেবল জানা যাবে এর সঠিক সংখ্যা। ড্রেনে কিছু যায়গায় বাড়ির মালিকরা নিজের উদ্যোগে ঢাকনা লাগিয়ে নিয়েছেন, কিন্তু বাকি ড্রেনগুলি অরক্ষিত । মশা নিধনে এই এলাকার কার্যক্রম থাকলেও সেটা বিশেষ দিন দেখে হয়। দৈনিক পত্রিকায় কিছুদিন পর পরই এই নিয়ে ফিচার ছাপা হলে পরদিন এসে মশার ওষুধ ছিটিয়ে দেয়। কিন্তু স্থায়ী কোন সমাধান পাওয়া যাচ্ছেনা।
এই সমস্যাটি ১৯ মে ২০১৯ বিকাল ৪ টায় ধরা পড়ে আমারএমপি ডট কম এর একজন ভলান্টিয়ার এর ক্যামেরায়।
এই সমস্যা সমাধানের জন্য ঢাকা ১৮ আসনের মাননীয় সংসদ সদস্য এডভোকেট সাহারা খাতুন এর দৃষ্টি আকর্ষন করছি।