ঢাকার হাজী ওসমান গনি রোডের উপর অবস্থিত এই মাঠটির নাম বাংলাদেশ মাঠ। আশেপাশে দুই তিনটি ওয়ার্ডের মধ্যে এটিই একমাত্র খেলার মাঠ, বাকীগুলো বহু আগেই জোরপূর্বক দখল হয়ে গেছে।মাঠটির এই বেহাল দশা বিগত ৬ মাস ধরে।মাঠের বাইরে থাকা দোকানগুলো বুল্ডোজার দিয়ে গুড়িয়ে দিলেও মাঠের ভেতরের কাজ এখনো শুরু হয়নি বললেই চলে। মাঠটিকে সংস্কারের নামে বহুদিন ধরে ফেলে রাখলেও কর্তৃপক্ষের কোন নজর এখানে পরেনি। এদিকে মাঠের ভেতরে খেলাধুলা বন্ধ থাকলেও মাঠটিকে স্থানীয় ব্যবসায়ীরা ট্রাক বা মোটর সাইকেল স্ট্যান্ড হিসেবে ব্যবহার করছেন।
উল্লেখ্য যে,এই মাঠে একসময় খেলেছেন বাংলাদেশের প্রথম ক্রিকেট সেঞ্চুরিয়ান মেহরাব হোসেন অপি।অথচ মাঠটিতে এখন এই এলাকার ছেলেদেরই খেলার কোন পরিস্থিতি নেই।
ভিডিওটি গত ৯ জুন ২০১৯ ঢাকা-৭ আসনের হাজী ওসমান গনি রোডের বাংলাদেশ মাঠের পাশ থেকে আমার এমপির একজন ভলান্টিয়ারের ক্যামেরায় ধারণ করা হয়েছে।
এ বিষয়ে ঢাকা-৭ আসনের মাননীয় সংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিম এর দৃষ্টি আকর্ষণ করা যাচ্ছে।