View Question 6425 views

Subject : চাতলপাড়-বাংগালপাড়া মেঘনা নদীর ব্রিজ নির্মাণ প্রসঙ্গে।

Avatar

Written By : Jalil Molla

আসসালামু আলাইকুম, জননেতা তৌফিক ভাই।

নাসিরনগরের চাতলপাড়-বাংগালপাড়া, মেঘনা নদীর উপর কবে নাগাতে ব্রিজ নির্মাণ করা হবে?

- জলিল মোল্লা

অষ্টগ্রাম, বাংগালপাড়া।

Avatar

Written By : Rejwan Ahammad Taufiq -রেজওয়ান আহাম্মদ তৌফিক

Public

প্রথমেই প্রশ্নকর্তাকে ধন্যবাদ। সেই সাথে আমার নির্বাচনী এলাকা বাঙ্গালপাড়া ইউনিয়নের জনগণের প্রতি আন্তরিক শুভেচ্ছা জানাই। আপনারা জানেন, হাওরের তিন উপজেলার (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) সার্বিক উন্নয়নে আমি নিরলসভাবে কাজ করে যাচ্ছি। বিশেষ করে হাওরের এ তিন উপজেলার জনগণের সারা বছর শহরের সাথে যাতায়াতের সুবির্ধাতে অলওয়েদার সড়কের কাজ দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে। এরেই ধারাবাহিকতায় অষ্টগ্রামের বাঙ্গালপাড়া- নাসিরনগরের চাতলপাড় ব্রিজ নির্মাণে চেষ্টা করছি। ব্রিজ নির্মাণের জন্য কয়েকদিনের মধ্যে বুয়েটের বিশেষজ্ঞ দল সয়েল টেষ্ট, হাইড্রোলজিক্যাল ও মরকোলজিক্যাল জরিপ করতে আসবে। তারপর এ ব্রিজ নির্মাণ টেন্ডার প্রক্রিয়ায় যাবে।