কেন্দুয়া পূর্ব অঞ্চলের একটা অবহেলিত গ্রামের নাম সাগুলী (সাজিউড়ার পাশে)। গ্রামটার চারপাশে সারাবছরই পানি থাকে। এজন্য অনেকে দ্বীপগ্রাম বলে ডাকে। গ্রামে ঢুকার তিনটি মাত্র রাস্তা ।যার সবগুলাই কাঁচা রাস্তা।এর ফলে প্রতি বর্ষায় সবগুলা রাস্তাই ব্যাপকভাবে ক্ষতিগ্রস্থ হয়। চলাচলে অনুপযোগী হয়ে যায়।এর ফলে গ্রামের যাতায়াত,শিক্ষা ও কৃষি উন্নয়ন ব্যাহত হচ্ছে।
আমি মাননীয় সংসদ মহোদয়ের কাছে বিনীত অনুরোধ জানাই ধোপাগাতি থেকে সাগুলী পর্যন্ত রাস্তাটা পাকা করে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার জন্য গ্রামবাসীকে আপনার পিছনে রাখার জন্য।
আমি সবসময় আপনার নেতৃত্বের ভূয়সী প্রসংসা করি। আপনার জন্য শুভকামনা।