View Question 4029 views

Subject : "শেখ হাসিনার উদ্যোগ, ঘরে ঘরে বিদ্যুত" এই শ্লোগানকে বাস্তবায়নের লক্ষ্যে নান্দাইল উপজেলার ১২ নং জাহাঙ্গীরপুর ইউনিয়নের প্রতিটি ঘরে ঘরে কবে নাগাত বিদ্যুতের আলো পৌঁছাবে??

Avatar

Written By : Sohag Akanda

মাননীয় সংসদ সদস্য মহোদয়,

আমার সালাম নিবেন।

"জননেত্রী শেখ হাসিনার উদ্যোগ,ঘরে ঘরে বিদ্যুত "। বাস্তবতার সাথে এই শ্লোগানটি খুবই সামঞ্জস্যপূর্ণ। বিদ্যুত ছাড়া কোন উন্নয়নই সম্ভব নয়। বর্তমানে জাহাঙ্গীরপুর ইউনিয়নে প্রায় ৮০ ভাগ মানুষ বিদ্যুতের আওতায় এসেছে। ইতিমধ্যে দুটি গ্রামও শতভাগ বিদ্যুতের আওতায় এসেছে।

বাকী ২০ ভাগ মানুষ বিদ্যুতের অভাবে অন্ধকারের মধ্যে জীবনযাপন করছে। তারা ইউনিয়নের অন্যান্য নাগরিকের মত সমান সুবিধা পাচ্ছে না।

মাননীয় এমপি মহোদয়কে ধন্যবাদ জানাই, ইতিমধ্যেই জাহাঙ্গীরপুর ইউনিয়নে প্রায় ৬০ কিলোমিটার নতুন লাইন নির্মান কাজ চলমান রয়েছে।

মাননীয় এমপি মহোদয়ের কাছে বিনীত জিজ্ঞাসা, বাকী ২০% মানুষ কবে নাগাত বিদ্যুতের আসবে।।?  

বিনীত

আপনার গুনমুগ্ধ

মোঃ কামাল উদ্দিন মন্ডল, জাহাঙ্গীরপুর।। 

Avatar

Written By : Anwarul Abedin Khan -আনোয়ারুল আবেদীন খান

Public

আমার এমপি ডট কমের মাধ্যমে ময়মনসিং ৯ আসনের সংসদ সদস্য আনওয়ারুল আবেদীন খানের কাছে ঐ এলাকার এক ভোটার জানতে চান নান্দাইল উপজেলার জাহাঙ্গীরপুর ইউনিয়নে কবে নাগাত বিদ্যুতের আলো পৌঁছাবে। প্রশ্নটি করেন জাহাঙ্গীরপুরের মোঃ কামাল উদ্দিন মন্ডল। এক ভিডিও বার্তার মাধ্যমে এমপি আনওয়ারুল আবেদীন এর জবাব দেন।


এমপির কাছ থেকে উত্তর সংগ্রহের প্রক্রিয়াটি সমন্বয় করেছেন আমার এমপি ডট কমের এম্বাসেডর রবি আকন্দ।


আমার এমপি ডট কমের মাধ্যমে আপনিও আপনার এলাকার সমস্যা-সম্ভাবনার ব্যপারে স্থানীয় এমপিকে প্রশ্ন করতে পারেন।