View Question 1675 views

Subject : ময়মনসিংহ ফুলপুর উপজেলায় কাঠের সাঁকো যেন মৃত্যুফাঁদ।

Avatar

Written By : AmarMP Admin

মাননীয় এমপি

শুভেচ্ছা নিন।

ময়মনসিংহের ফুলপুর উপজেলার ৩ নং ভাইটকান্দী ইউনিয়নের শুনই গ্রামে খড়িয়া নদীর উপর ব্রীজ হওয়ার কথা দীর্ঘ এক দশকেরও বেশি। কিন্তু কোন উন্নয়ন মূলক কাজের ছোয়া লাগেনি।স্থানীয় লোকজন নিজেরাই সাঁকো তৈরী করে যাতায়াতের ব্যবস্থা করে। গত এক মাস পূর্বে সাঁকোটির কাঠ ভেঙে যাওয়ায় বর্তমানে হেটে যাতায়াত করতে হচ্ছে খুবই ঝুকি নিয়ে। নদীর দক্ষিণ পাড়ে ইউনিয়ন পরিষদ ও ইউনিয়ন ভূমি অফিস থাকায় জনসাধারনকে প্রয়োজনের তাগিদে দীর্ঘ পথ পাড়ি দিতে হয়।কিন্তু যানবাহন দিয়ে সহজ ভাবে যেতে না পারায় জনসাধারণ ক্ষোভ প্রকাশ করে বলে যে, দেশে এত উন্নয়ন হয় কিন্তু আমাদের এই নদীর উপর কোন উন্নয়ন মূলক কাজের ছোয়া লাগেনি। ভিডিওটি ধারণ করা হয়েছে আমার এমপির একজন ভলান্টিয়ারের ক্যামেরায় ৯ জুন ২০১৯ সকাল ৮ টা ৪১ মিনিটে এমতাবস্থায় জনদূর্ভোগ দূর করার জন্য ময়মনসিংহ ২ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব শরীফ আহমেদ এর দৃষ্টি আকর্ষণ করছি।

বিনীত

আমারএমপি