View Question 4057 views
Subject : হুমকীর মুখে গাইবান্ধা ভায়া নাকাই গোবিন্দগঞ্জ মহাসড়কে ফুলবাড়ী ইউনিয়নে শাকদহ ব্রীজ
Written By : Ujjal Houqe Prodhan
মাননীয় সংসদ সদস্য মহোদয়,
প্রথমে আমার সালাম গ্রহন করবেন। আশা করি ভাল আছেন।
গাইবান্ধা ভায়া নাকাই গোবিন্দগঞ্জ মহাসড়কে ফুলবাড়ী ইউনিয়নে ফুটানিবাজার সংলগ্ন শাকদহ ব্রীজ হুমকীর মুখে,যে কোন সময় বড় ধরনের দুরঘটনা ঘটতে পারে। শাকদহ ব্রীজটি অতি পুরানা,বড়দহ ব্রীজ হওয়ার কারনে এই রাস্তাটি এখন ব্যস্ততম রাস্তায় পরিনত হয়েছে। ফলে প্রতিদিন হাজার হাজার গাড়ী যাতায়াত করে,সে কারনে এই ব্রীজটি ভারসাম্য রক্ষা করতে পারছেনা,ফলে ব্রীজটির মাঝখাণে ফাটল ধরেছে এবং নীচে যে পিলার টি রয়েছে সেটিও ফাটল ধরে হেলে গিয়াছে,তাই যে কোন ভারী যানবাহন উঠা নামা করলে ব্রীজটি দুলছেএ ব্যাপারে অতিশ্রীঘই পদক্ষেপ না নিলে বড় ধরনের ক্ষতি হবে বলে এলাকাবাসী ধারনা করছে।
বিষয়টি অতিব জরুরী
মাননীয় সংসদ সদস্য মহোদয় সাহেবের নিকট আমাদের আকুল আবেদন , ব্যপারটি বিশেষ বিবেচনার করে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করছি।
ধন্যবাদ।
Written By : Md. Abul Kalam Azad -আবুল কালাম আজাদ
Md. Abul Kalam Azad MP replied at #AmarMP.com regarding bad condition of Shakdaho Bridge.