টাংগাইল জেলার ধনবাড়ী ঊপজেলা ও জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলার সীমান্তবর্তী ঝিনাই নদীতে একটি প্রভাবশালী মহল শ্যালো যন্ত্র বসিয়ে পাইপ লাগিয়ে বালু উত্তোলন করে যাচ্ছে। সেতু, কালভার্ট, রেললাইনসহ মূল্যবান স্থাপনার এক কিলোমিটারের মধ্যে বালু উত্তোলন করা সম্পূর্ন বেআইনি।
অথচ বালু দস্যুরা সরকারি ওই আইন অমান্য করে ডোয়াইল সেতুর কয়েক গজ দূরে থেকে অবৈধভাবে বালু উত্তোলন করছে। যার ফলে যে কোন সময় গুরুত্বপুর্ন এই সেতুটি ধসে পড়তে পারে।
ভিডিওটি গত ১লা জুন ২০১৯ বিকাল ৫টা ০৩ মিনিটে আমার এমপির একজন ভলান্টিয়ার এর ক্যামেরায় ধারণ করা হয়েছে।
এ বিষয়ে জামালপুর-৪ আসনের মাননীয় সংসদ সদস্য ডঃ মুরাদ হাসান এর দৃষ্টি আকর্ষণ করা যাচ্ছে।