আশা করি ভালো আছেন। আপনি সর্বদা ভালো থাকেন এই কামনা করি। আমাদের তজুমদ্দিন উপজেলা টি দীর্ঘদিন ধরে নদী ভাঙ্গন কবলিত এলাকা হিসেবে পরিচিত ছিলো। আপনি নির্বাচিত হওয়ার পর তজুমদ্দিন কে নদী ভাঙ্গনের হাত থেকে রক্ষা করার জন্য একনেক’র সভায় ৪৫০ কোটি টাকার বরাদ্ধ এনেছেন যার কাজ এখনো চলমান আছে। আমরা আশাবাদি উক্ত বরাদ্ধের কাজ শেষ হলে তজুমদ্দিন উপজেলা নদী ভাঙ্গনের কবল থেকে রক্ষা পাবে। তজুমদ্দিন নদী ভাঙ্গন থকে রক্ষা করার জন্য এতো বড় একটি বরাদ্ধ আনায় আপনাকে তজুমদ্দিন বাসির পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় নেতা, তজুমদ্দিন উপজেলার মানুষদের মনপুরা ও ঢাকা যেতে সি-ট্রাক ঘাট হয়ে লঞ্চে উঠতে হয়। কিন্তু দুঃখের বিষয় হলো তজুমদ্দিন সি-ট্রাক ঘাটে কোনো পল্টুন না থাকার কারনে যাত্রীদের কে ঝুঁকি নিয়ে কাদামাটির মধ্য দিয়ে লঞ্চে উঠতে ও নামতে হয়। এতে করে অনেক সময় যাত্রীদের কে দূর্ঘটনার শিকার হতে হয়। যাত্রীদের এই ভোগান্তি থেকে রক্ষা পেতে তজুমদ্দিন সি-ট্রাক ঘাটে একটি পল্টুন স্থাপন করা প্রয়োজন। আপনার কাছে জানতে চাই উক্ত সমস্যা সমাধানে আপনি কোনো পদক্ষেপ নিবেন কি না...?