View Question 4075 views
Subject : কোচিং বাণিজ্য বন্ধ নীতিমালা-২০১২ বাস্তবায়নে কি পদক্ষেপ নিবেন?
Written By : Ibrahim Satkhira
মাননীয় এমপি মহোদয়, আমি মো. ইব্রাহিম খলিল। সাতক্ষীরা পৌরসভার একজন নাগরিক। মাননীয় এমপি মহোদয়, ২০১২ সালে কোচিং বাণিজ্য বন্ধ নীতিমালা করার পর এ ব্যাপারে শিক্ষা প্রতিষ্ঠানে বেশ কিছুটা কড়াকড়ি দেখা যায়। কিন্তু বর্তমানে এই নীতিমালার ধার ধারছে না শিক্ষকরা। ইচ্ছেমতো কোচিং ও প্রাইভেট পড়াচ্ছেন তারা। সাতক্ষীরা জেলায় অর্থাৎ সদর আসনে কোচিং বাণিজ্য বন্ধ নীতিমালার তোয়াক্কা না করে এক শ্রেণির অসাদু শিক্ষকরা কোচিং ব্যাবসার সাথে জড়িয়ে পড়েছে। সাতক্ষীরা সরকারি কলেজ রোড়ে ব্যঙের ছাতার মতো গড়ে উঠেছে নামে বে-নামে কোচিং সেন্টার। আর এসব কোচিং সেন্টারে ক্লাস নিচ্ছেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ। আমার প্রশ্ন হলো- '২০১২ সালের ২০ জুন সরকার কোচিং বাণিজ্য বন্ধ নীতিমালা-২০১২ জারি করে। সরকারের এ নীতিমালা বাস্তবায়নে সাতক্ষীরায় কি পদক্ষেপ নিবেন?
Written By : Mir Mushtaque Ahmed Robi -মীর মোস্তাক আহমেদ রবি
কোচিং বাণিজ্য বন্ধ নীতিমালা-২০১২ বাস্তবায়ন প্রসঙ্গে করা আরো একটি প্রশ্নের উত্তর দিয়েছেন সাতক্ষীরা-২ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব মীর মোস্তাক আহমেদ রবি। আমার এমপি ডট কমের মাধ্যমে এ প্রশ্নটি করেছেন মোঃ ইব্রাহীম। এমপির কাছে থেকে উত্তর সংগ্রহ করেছেন আমার এমপি ডট কমের এম্বাসেডর মোঃ আব্দুর রহমান। ভিডিও বার্তার মাধ্যমে এ প্রশ্নের জবাব দিচ্ছেন মাননীয় সংসদ সদস্য জনাব মোঃ মীর মোস্তাক আহমেদ রবি।