View Question 1647 views

Subject : সাতক্ষীরায় রাস্তার কাজ শেষ হবার পরের দিনই উঠে যাচ্ছে পিচ ঢালাই

Avatar

Written By : AmarMP Admin

মাননীয় এমপি

শুভেচ্ছা নিন।

এটি সাতক্ষীরা জেলার কলারোয়া থানার কাউরিয়া পশ্চিম পাড়া থেকে সোনাবাড়িয়া যাবার রাস্তার চিত্র। রাস্তাটির কাজ শেষ হয়েছে গত ২রা জুলাই, কিন্তু পরের দিন ছোট বাচ্চাদের হাতের আচড়েই রাস্তার পিচ উঠে যাচ্ছে এভাবেই। এলাকাবাসীর অভিযোগ, শুরু থেকেই নানা অনিয়ম ও নিম্নমানের উপকরণ দিয়ে কাজ করা হচ্ছিলো। রাস্তা তৈরিতে ব্যবহৃত ইট, বালু, পাথর সবই নিম্নমানের, এছাড়াও পিচ ঢালাই দেওয়ার আগে রাস্তা পাকা করার বিটুমিন না দিয়েই পিচ ঢালাই দেওয়া হয়েছে। রাস্তাটি নির্মাণের মাধ্যমে এলাকার জনজীবনে সস্তি ফিরে আসার কথা থাকলেও এরকম নিম্ন মানের কাজ দেখে এলাকার জনগন অসন্তুষ্ট। অল্প কিছুদিন পর এই রাস্তাটি আবার ব্যাবহারের অনুপযোগী হয়ে উঠবে। ভিডিওটি ০৩ জুলাই ২০১৯ সকাল ১১টায় আমার এমপি ডটকমের একজন ভলেন্টিয়ার তার মোবাইল ফোনে ধারণ করেছে। এ ব্যাপারে সাতক্ষীরা-০১ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব মুস্তফা লুৎফুল্লাহ-এর দৃষ্টি আকর্ষণ করছি।

বিনীত

আমার এমপি