Ambassador

No ambassador found for this MP

Apply to represent him

View Question 6410 views

Subject : বাংলাদেশ ডাক বিভাগের সর্বনিম্ন ২২৬০/- টাকা সম্মানী ভাতায় নিয়োজিত ২৩ হাজার অবিভাগীয় (ই.ডি.) কর্মচারীদের সর্বনিম্ন ৫০০০/- বৃদ্ধির দাবির প্রেক্ষিতে ডাক অধিদপ্তর কর্তৃক সরকারের নিকট প্রেরিত ১০০% বৃদ্ধির প্রস্তাব

Avatar

Written By : Mohammad Toufiquer Rahman

বাংলাদেশ পোস্টাল ই.ডি. কর্মচারী ইউনিয়ন

মাগুরা জেলা শাখা (রেজিঃ নং-বি- ১৯৩৮ এর অন্তর্ভুক্ত)

মোঃ জহুরুল ইসলাম, সভাপতি (০১৭৪০-৫১৪২৩২)      মোঃ রেজাউল করিম সম্পাদক (০১৭৪০-৫১৩৮৩৩)

 

 

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের

মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সমীপে -

 

বাংলাদেশ ডাকবিভাগের সর্বনিম্ন ২২৬০/- টাকা সম্মানী ভাতায় নিয়োজিত ২৩ হাজার অবিভাগীয় (ই.ডি.) কর্মচারীদের সর্বনিম্ন ৫০০০/- বৃদ্ধির  দাবির প্রেক্ষিতে ডাক অধিদপ্তর কর্তৃক সরকারের নিকট প্রেরিত ১০০% বৃদ্ধির  প্রস্তাবটি  বাস্তবায়নের  লক্ষ্যে মাগুরা জেলার(ই.ডি.) কর্মচারীগণের  পক্ষ  থেকে  স্মারক লিপি পেশঃ    

                                                                                                                     তারিখ ঃ ২৪ মে/২০১৭ খ্রি: 

মাননীয় প্রধানমন্ত্রী,

যথাবিহিত সম্মান প্রদর্শনপূর্বক সবিনয় নিবেদন, বাংলাদেশ ডাকবিভাগ একটি সেবামূলক প্রতিষ্ঠান। গ্রামীণ ডাক সার্ভিসে নিয়েজিত সারা দেশে সাড়ে ৮ হাজার শাখা ডাকঘরে প্রায় ২৩ হাজার ই.ডি.  কর্মচারী রয়েছেন। তারা অধিকাংশই  গ্রামের সাধারণ/গন্যমান্য শিক্ষিত ব্যক্তিবর্গ। তাহারা গ্রাম এলাকার বিভিন্ন সামাজিক উন্নয়ন মূলক কর্মকান্ডে জড়িত এবং সততা ও নিষ্ঠার সাথে গ্রামাঞ্চলের জনসাধারণকে ডাকসেবা দিয়ে থাকেন ।

 

মাননীয় প্রধানমন্ত্রী,

ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে আপনার নির্দেশে ডাক বিভাগের গ্রামীণ সাড়ে ৮হাজার শাখা ডাকঘর ই-সেন্টারে রুপান্তরিত হয়েছে এবং এর মাধ্যমে ই.ডি কর্মচারীগণ ডাকসেবায় অগ্রণী ভূমিকা পালন করেছেন। উহাতে গ্রামের মানুষ যেমনি সুফল পাচ্ছেন - তেমনি সরকারের রাজস্ব আয় ও বাড়ছে। ২০২১ সালের মধ্যে ডিজিটাল বাংলাদেশ গড়ার ক্ষেত্রে ডাক বিভাগ প্রথম স্থান দখল করবে বলে সকলের প্রত্যাশা।

 

মাননীয় প্রধানমন্ত্রী,

আপনি প্রজাতন্ত্রের ১৩ লক্ষ সরকারী কর্মকর্তা কর্মচারীসহ সকল বেসরকারী এমনকি অবসার প্রাপ্ত পেনশনারদেরকেও বর্তমান দ্রব্যমূল্যের উর্দ্ধগতির এবং  টাকার অবমূল্যায়নের কারণে ও আর্ন্তজাতিক সমান্তরালে ইতোমধ্যে জাতীয় পে-স্কেল/২০১৫ বাস্তবায়নে বেতন ভাতা প্রাদনে সকলকেই সম্মান জনক  হারে  আর্থিক ও সামাজিক মর্যাদা বৃদ্ধি করেছেন। উহাতে কেবল দেশেই নয় বিদেশেও আপনার সরকার প্রশংসিত হয়েছেন। কিন্তু দুঃখের বিষয় ডাক বিভাগের উল্লেখিত ই.ডি. কর্মচারীদের সম্মানী ভাতা যাহা বৃদ্ধি করা হয়েছে, তাহা অসম্মানজনক এবং সরকারের জন্যে ও লজ্জ্বাজনক। বর্তমানে একজন  গ্রামীণ পোস্ট মাস্টারের সম্মানী ভাতা মাত্র ২৫২০/- টাকা । 

 

মাননীয় প্রধানমন্ত্রী,

গত ২১/০৮/২০১৬ খ্রিঃ তারিখে বাংলাদেশ পোস্টাল ই.ডি. কর্মচারী ইউনিয়ন কতৃক আয়েজিত ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস উদ্যাপন অনুষ্ঠানে প্রধান  অতিথির বক্তব্যে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের মাননীয় প্রতিমন্ত্রী জনাব তারানা হালিম এ.ম.পি মহোদয় গ্রমীণ ডাকঘরের কর্মচারীদের সম্মানী ভাতা সম্মান জনক হারে বর্ধিত করনের গুরুত্বারোপ করেন। তারই আলোকে ডাক অধিদপ্তর কতৃক গত অক্টোবর (২০১৬) মাসে চলমান প্রদত্ত সম্মানী ভাতায়  ১০০% বৃদ্ধির জন্য একটি প্রস্তাব সরকারের নিকট প্রেরিত হয়। কিন্তু তাহা কার্যকর করার সরকারের উদ্যোগ অদ্যবধি পরিলক্ষিত হচ্ছেনা। এই প্রেক্ষিতে আপনার সদয় হস্তক্ষেপ কামনা করছি । 

                                                    সরকারের নিকট পেশাকৃত ই.ডি. কর্মচারীদের দাবী সমূহ

আথিক ঃ কর্মচারীদের পদবী, সংখ্যা, প্রদত্ত এবং দাবীকৃত ভাতা নিম্নরূপ            

ক্রমিক নং                  পদবী                                                 কর্মচারী সংখ্যা     বর্তমান প্রদত্ত ভাতা   দাবীকৃত ভাতা

ক.         ই.ডি. এস.পি.এম (ই.ডি.সাব পোস্টমাস্টার )                      ৩২২  জন          ৩,৩০০/-টাকা          ৭৫০০/-টাকা

খ.         ই.ডি. এ(ব্রাঞ্চ পোস্টমাস্টার)                             ৮১৩৮জন         ২,৫২০/-টাকা                       ৬৫০০/-টাকা

গ.         ই.ডি. ডি.এ.( চিঠি বিলিকারী )                          ৭২৩৫ জন             ২৪৬০/- টাকা                  ৬০০০/-টাকা

ঘ.         ই.ডি.এম. সি. (ডাক বহনকারী )                        ৫৯৬১জন               ২৩৬০/-টাকা                  ৫৫০০/-টাকা

ঙ.         অন্যান্য ই.ডি. কর্মচারী (চৌকিদারী, ঝাড়–দার)          ১৩৭৪জন           ২২৬০/-টাকা                    ৫০০০/-টাকা

 

২। বার্ষিক উৎসব ভাতার দাবী- দুই মাসের সম্মানী ভাতা সমপরিমান  ......... উৎসব ভাতা হিসেবে মঞ্জুর করতঃ ঈদের আগে বা পূজার আগে একটি উৎসবভাতা প্রদানের দাবী জানানো যাচ্ছে। উল্লেখ্য এ সকল কর্মচারীদের সরকারীভাবে অন্য কোন সুযোগ সুবিধা নেই।

৩। বাংলা নববর্ষ ভাতার দাবী- বর্তমান সরকারে ঘোষিত অন্যান্য কর্মচারীদের ন্যয় ই.ডি. কর্মচারীদেরকে বাংলা নববর্ষর ভাতা প্রদানের দাবী জানানো যাচ্ছে।

৪।  প্রত্যেক ই-সেন্টারের নাইটগার্ড নিয়োগের দাবী- যে সকল শাখা ডাকঘরকে ই-সেন্টারের রুপান্তরিত করা হয়েছে উহার প্রত্যেকটি সরকারী সম্পত্তির রাত্রিকালীন নিরাপত্তার জন্যে একজন ই.ডি নাইট গার্ড নিয়োগের দাবী জানানো যাচ্ছে।                        

৫। এফ. বন্ডের টাকা দ্বারা কল্যণ ট্রাষ্ট গঠন দাবী- প্রতি বছর ই.ডি. কর্মচারীদের থেকে এফ. বন্ডের টাকা কর্তন করা হচ্ছে। কিন্তু স্বাধীনতাত্তোর কাল  থেকে অদ্যবধি কর্তনকৃত টাকা কোন হিসাব প্রকাশ করা হয়নি। কাজেই এ পর্যন্ত জমাকৃত টাকা হিসাব প্রকাশ করতঃ উক্ত টাকা দিয়ে ই.ডি . কর্মচারীদের এফ. বন্ডের টাকা দ্বারা কল্যাণ ট্রাষ্ট গঠন অথবা সঞ্চায়পত্র ক্রয়ে মুনাফা অর্জনের মাধ্যমে চাকুরী শেষ বা মৃত্যু জনিত কারণে এককালীন ১,০০,০০০/- (এক লক্ষ) টাকা প্রদানের জন্য দাবী জানানো যাচ্ছে।

(চলমান পাতা -২)

 

৬। ই.ডি. কর্মচারীদের রেশন কার্ড প্রবর্তনের দাবী- বর্তমান দূর্মূল্যের বাজারে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যদির দাম উত্তোরত্তর বৃদ্ধি পাচ্ছে। তাই ডাক বিভাগের  গ্রমীণ ডাকঘরের স্বল্পভাতায় নিয়েজিত ই.ডি. কর্মচারীদেরকে সরকারের অন্যান্য কর্মচারীদের ন্যায় রেশনিং ব্যবস্থায় আর্থিক সহযোগিতা করার লক্ষ্যে প্রত্যেকের জন্য রেশন কার্ড প্রদানের দাবী।

৭। ই.ডি. কমিটি গঠনের দাবী- ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নের লক্ষ্যে গ্রমীণ ডাক ব্যবস্থার উন্নয়ন এবং ই.ডি. কর্মচারীদের কল্যাণে ১৯৭৯ সালের ন্যায় একটি উচ্চ পর্যায়ের ই.ডি. কমিটি গঠন করে চাকুরী বিধিমালা প্রণায়নের করার দাবী জানানো যাচ্ছে।

 

মাননীয় প্রধানমন্ত্রী,

আপনি জাতির জনক বাংলাদেশের স্থাপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা। যার ঐকান্তিক প্রচেষ্ঠায় মহান মুক্তিযুদ্ধের মধ্যে আজ আমরা স্বাধীন ও গর্বিত। আপনার নিজেস্ব গুনে বাংলাদেশে আজ মধ্যম আয়ের দেশ হিসেবে সমগ্রবিশ্বে প্রশংসিত। বাংলাদেশ ডাকবিভাগের অবিভাগীয়  ই.ডি. প্রায় ২৩ হাজার কর্মচারী যারা দেশের উন্নয়নে এবং ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রত্যায়ে কাজ করে গ্রামীণ জনপদে

মানুষেরা সেবা করে যাচ্ছেন, আপনি অবশ্যই তাদের মূল্যায়ন করেন। আপনার সরকারের সময় ০৩/০৮/২০১৬ আমাদের দাবীকৃত সম্মানী ভাতার আংশিক বৃদ্ধির জন্য আমরা কৃতজ্ঞ। তবে বর্তমান বাজারে মূল্যের উর্দ্ধগতি এবং টাকার অবমূল্যয়নে তাহা অতি নগণ্য ।

কাজেই আপনার মহানুভাবতা, রাষ্ট্র পরিচালনায় দুর্দশিতার বিবেচনায় আমাদের দাবীকৃত সম্মানী ভাতাবৃদ্ধির জন্য আপনার আশু হস্থক্ষেপ কমনা করছি

অতএব আপনার সমীপে বিনীত আবেদন, মানবিক কারণে ডাকবিভাগের (ই.ডি.) কর্মচারীদের সর্বনিম্ন৫০০০/- বৃদ্ধির দাবির প্রেক্ষিতে ডাক অধিদপ্তর কর্তৃক সরকারের নিকট প্রেরিত ১০০% বৃদ্ধির প্রস্তাবটি বাস্তবায়নসহ অন্যান্য দাবী সমূহ কার্যকর করার সদয় প্রয়েজনীয় ব্যবস্থা গ্রহণের  জন্য সকল (ই.ডি.) কর্মচারীদের পক্ষ থেকে আপনাকে সবিনয় অনুরোধ করছি।

 

 

        (মোঃ জহুরুল ইসলাম)                                                                                     (মোঃ রেজাউল করিম)

               সভাপতি                                                                                                                সম্পাদক 

          মাগুরা জেলা শাখা                                                                                                      মাগুরা জেলা শাখা

বাংলাদেশ পোস্টাল  ই.ডি কর্মচারী                                                                       বাংলাদেশ পোস্টাল ই.ডি. কর্মচারী  ইউনিয়ন

       মোবাঃ ০১৭৪০৫১৪২৩২                                                                                             মোবাঃ ০১৭৪০৫১৪২৩২