চট্টগ্রাম নগরীতে পার্কিং ব্যবস্থা নেই বললেই চলে। যে কয়েকটি পার্কিং আছে সেগুলোও দখল হয়ে গেছে। গত ২ বছর আগে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে চট্টগ্রাম কলেজর হোস্টেল গেইট থেকে প্যারেড কর্ণার পর্যন্ত এলাকায় পার্কিংয়ের ব্যবস্থা করে দেয়। টানিয়ে দেয় পার্কিংয়ের সাইনবোর্ড। কিন্তু সে জায়গায় পার্কিং করতে পারেনা কোন গাড়ি। পার্কিংয়ের জায়গাটি দখল করে সেখানে ইট বালি ও কংক্রিটের ব্যবসা করছে কিছু অসাধু ব্যবসায়ী। পার্কিংয়ে কোন জায়গা না পেয়ে যত্রতত্র গাড়ি পার্কিংয়ে কারনে সৃষ্টি হচ্ছে অসহনীয় যানজট। যত্রতত্র গাড়ি পার্কিংয়ের কারণে যান চলাচল ব্যাহত হচ্ছে। বাড়ছে দুর্ঘটনা। নগরীতে স্থায়ী গাড়ি পার্কিংয়ের তেমন কোন ব্যবস্থা না থাকায় প্রধান প্রধান সড়কের দুই পাশে রাখা হচ্ছে সারি সারি গাড়ি। নগরীর প্রধান সড়কের আগ্রাবাদ থেকে দেওয়ান হাট, মুরাদপুর থেকে বহদ্দার হাট, জুবিলী রোড, স্টেশন রোড, নিউমার্কেট, আগ্রাবাদ বাণিজ্যিক এলাকা, লালদীঘির পাড়, দামপাড়া, প্রবর্তক মোড়, চকবাজার, আসাদগঞ্জ, খাতুনগঞ্জসহ বেশিরভাগ এলাকায় সড়কেই গাড়ি পার্কিং করা হচ্ছে। আবার স্কুলের শিক্ষার্থীদের আনা নেওয়ার জন্য গাড়ির ভিড়েও অনেক এলাকায় সড়কে যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে। চট্টগ্রাম পুলিশের পক্ষ থেকে পার্কিংয়ের এই জায়গাটি ঠিক করা হলেও পার্কিংয়ের জায়গাটি দখল মুক্ত করতে তারা কোন উদ্যোগ নেয়নি। যদি অসাধু ব্যবসায়ী বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে চকবাজার এলাকার এই পার্কিংটি উদ্ধার করা যায় তবে ঐ এলাকার যানজট অনেকটা কমে আসবে। স্বস্তি ফিরে আসবে জনমনে। পার্কিংটি দখল মুক্ত করার দাবী জানিয়েছেন সাধারন মানুষ। ভিডিওটি গত ১৩ আগস্ট রাত ১০টা ১৯ মিনিটে আমার এমপি ডটকমের একজন ভলান্টিয়ার ক্যামেরাবন্দী করেন। এ বিষয়ে চট্টগ্রাম-৯ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব মহিবুল হাসান চৌধুরী নওফেল-এর দৃষ্টি আকর্ষণ করা যাচ্ছে।