Ambassador

No ambassador found for this MP

Apply to represent him

View Question 1250 views

Subject : রাস্তা পাকা করন প্রসংগে

Avatar

Written By : Bipul mia

বরাবর

মাননীয় সংসদ সদস্য

জামালপুর -০৫

জামালপুর সদর, জামালপুর।

বিষয়ঃ গোপালপুর শামসুল উকিল বাড়ি হতে চর জালালেরপাড়া পর্যন্ত (২.৪০) কি.মি. রাস্তার কাজ বাস্তবায়ন করন প্রসঙ্গে

স্যার, সবিনয় বিনীত আরজ এই যে, আমরা আপনার নির্বাচনী এলাকা জামালপুর সদর উপজেলা ১নংকেন্দুয়া ইউনিয়ন ০৩নং ওয়ার্ড এর স্থায়ী বাসিন্দা। এখানে তিনটি গ্রাম মিলে আনুমানিক তিন হাজারের অধিক ভোটার ও ৫৫০০ জনবলের বসবাস উক্ত এলাকায় একটিমাত্র চলাচলের কাঁচা রাস্তা যার আইডি কোড নং (৩৩৯৩৬৫১৩৯) দৈর্ঘ্য ২.৪০ কি.মি. গোপালপুর শামসুল উকিলের বাড়ি হতে  চর জালালেরপাড়া মধ্যপাড়া পর্যন্ত। চরাঞ্চলের এই কাঁচা রাস্তাটি দিয়ে আমাদেরকে জামালপুর শহর ও কেন্দুয়া কালিবাড়ি বাজার যেতে হয় প্রতিবছর প্রাকৃতিক দুর্যোগ, বর্ষাকাল, বন্যা, হালকা বৃষ্টি হলেই রাস্তাটি চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। উক্ত সময়ে রাস্তাটি ব্যাপকভাবে ক্ষয়ক্ষতি হয়ে থাকে যা সঠিক সময়ে মেরামত করা হয় না এর জন্য জনদুর্ভোগ এর সীমা থাকে না। এর ফলে স্কুল-কলেজ-মাদ্রাসা বাজার ঘাট ও  জরুরি প্রয়োজনে হাসপাতালে যেতে কঠিন বেগ পেতে হয়। স্যার, শুনতে হাস্যকর মনে হলেও একটি রাস্তার জন্য ছেলে মেয়েদেরকে ভালো ঘরে বিয়ে দেওয়া যায়না। চারদিকে এতো উন্নয়ন অথচ আমাদের এলাকার নাম শুনলে রাস্তার কথা বলে লোকজন মুখ ফিরিয়ে নেয়। যা ফলে ছেলেমেয়েদের ভালো ঘরে বিয়ে হয় না। উল্লেখ্য এখানকার বেশিরভাগ মানুষ কৃষি কাজ করে জীবিকা নির্বাহ করে, রাস্তার জন্য পরিবহনের অভাবে তাদের উৎপাদিত ফসলের ভালো দাম পাচ্ছে না। রাস্তাটির বিভিন্ন স্থানে এমনই গর্তের সৃষ্টি হয়েছে যে, যানবাহন তো দূরের কথা, পায়ে হেঁটে চলাই দুস্কর। জরুরি অবস্থায় রোগী অ্যাম্বুলেন্স করে হাসপাতালে নেয়া সম্ভব হয় না বলে তাদের বিনা চিকিৎসায় মৃত্যুবরণ করতে হয়। তাই রাস্তাটির আশু সংস্কারের ব্যাবস্থা করা না হলে অত্র এলাকার জনগণের দুর্ভোগের সীমা থাকবে না। ইতোপূর্বে এ ব্যাপারে কয়েকবার আবেদন করেও কোনো সাড়া পাওয়া যায়নি। দেশ যখন বঙ্গবন্ধু কন্যা মাদার অফ হিউম্যানিটি আওয়ামী লীগের সফল রাষ্ট্রনায়ক জননেত্রী শেখ হাসিনার হাত ধরে এগিয়ে যাচ্ছে তখনও আমরা উন্নয়নের ছোঁয়া হতে বঞ্চিত হচ্ছি। আমার ২৫বছর বয়সের অভিজ্ঞতা হতে এই রাস্তাটির প্রতি কখনো কারো কাজ করার মনোভাব দেখিনি। নির্বাচনের আগে অনেক প্রতিনিধি আশ্বাস দিয়েছেন নির্বাচনে জয়লাভ করলে উক্ত রাস্তাটি সবার আগে মেরামত করে দিবেন। সেই আশায় যুবক থেকে বৃদ্ধ হচ্ছে কিন্তু তাদের আশার আলোর প্রদীপ নিভেই রয়েছে। গ্রামের খেটে খাওয়া মানুষগুলো কারকাছে তাদের দুঃক্ষের কথা বলবে কে শুনবে তাদের কথা কবে পাকা হবে তাদের স্বপ্নের রাস্তা সে ভাবনাতে কেটে যায় দিন রজনী কিন্তু তাদের স্বপ্ন যে স্বপ্নই থেকে যায়। আমরা ইতিম‡ধ্যলক্ষ্য করেছি যে, জামালপুর জেলা কে ডিজিটাল জেলায় রুপান্তর করতে আপনি নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। এলাকাবাসী পক্ষ হতে আপনার নিকট আমাদের আর্জি চলতি অর্থ বছরে গোপালপুর শামসুল উকিল বাড়ি হতে চর জালালেরপাড়া পর্যন্ত যার আইডি কোড নং (৩৩৯৩৬৫১৩৯) দৈর্ঘ্য ২.৪০ কি.মি. রাস্তার কাজ বাস্তবায়ন করতে আপনার সু-দৃষ্টি কামনা করছি।

অতএব, মহোদয়ের নিকট আকুল আবেদন এলাকাবাসীর সমস্যার কথা বিবেচনা করে উক্ত কাঁচা রাস্তাটি পাকা করনে আপনার মর্জি হয়। পরিশেষে আপনার সু-স্বাস্থ্য ও দীঘায়ু কামনা করছি।

এলাকাবাসীর পক্ষে

মো: বিপুল হুসাইন

ডিপ্লোমা ইঞ্জিনিয়ার

বাংলাদেশ নৌবাহিনী