নির্মাণ কাজ শেষ হওয়ার ৪ বছরেও চালু হয় নি টাঙ্গাইল জেলার বাসাইল উপজেলার করটিয়া রেল স্টেশন, করটিয়া তে দেশের দ্বিতীয় বৃহত্তম কাপড়ের হাট অবস্থিত , প্রতি সপ্তাহে দেশের বিভিন্ন স্থান থেকে এখানে আসে পাইকারি কাপর ক্রেতারা।রেল স্টেশন চালু হলে এলাকাবাসি সহ বিপুল সংখ্যক মানুষ উপকৃত হবে । ভিডিও টি আমার এম পির একজন ভলান্টিয়ার গত ২রা মে ২০১০৯ বিকাল ৪ টায় ধারণ করেন।
এ বিষয়ে টাংগাইল-৮ আসনের মাননীয় সংসদ সদস্য মোঃ জোয়াহেরুল ইসলাম এর দৃষ্টি আকর্ষণ করছি।