মাননীয় এমপি মহোদয়, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। আমি পাবনা সদর উপজেলার গয়েশপুর ইউনিয়নের বাবুল চাড়া গ্রামের বাসিন্দা। আমাদের এলাকায় আস্তে আস্তে যোগাযোগব্যবস্থার উন্নতি হচ্ছে কিন্তু উন্নতি হচ্ছে না বিদ্যুৎ ব্যাবস্থার। যোগাযোগ ব্যবস্থার সাথে বিদ্যুৎ ব্যবস্থাও খুব গুরুত্বপূর্ণ। এই গ্রামে বিদ্যুৎ নিয়ে সকল গ্রামবাসী অসুবিধায় আছেন। সারাদিনের ২৪ ঘন্টার মধ্যে মাত্র ৮-১০ ঘন্টা বিদ্যুৎ পাওয়া যায়। বিদ্যুৎ না থাকায় অনেক কাজের অসুবিধা হচ্ছে। এর মধ্যে প্রধান অসুবিধা হল "লেখাপড়া"। বিদ্যুতের সমস্যা বেশি দেখা দেয় রাতে। সন্ধ্যার পরে ছাত্রছাত্রীরা যখন পড়ালেখা নিয়ে ব্যস্ত হতে চায় তখন বেশিরভাগ সময়ই দেখা দেয় এই সমস্যা। তাই আমি আমাদের বাবুল চাড়া এলাকাবাসীর পক্ষ থেকে আপনাকে অনুরোধ করছি আমাদের গ্রামের বিদ্যুৎ সংযোগ উন্নতি করার জন্য আপনার হস্তক্ষেপ কামনা করছি। খোদা হাফেজ।