পাবনা -৪ সংসদীয় এলাকা তথা আপনার এলাকার প্রাণ কেন্দ্র। উত্তরাজ্ঞ্চল ও দক্ষিণাজ্ঞ্চলের সংযোগ কেন্দ্র এই ট্রাফিক মোড়। উত্তর ও দক্ষিন বঙ্গের প্রবেশ দার এই ট্রাফিক মোড়।ঢাকাসহ উত্তর ও দক্ষিন বঙ্গের মধ্যে চলাচলের গুরুত্বপূর্ণ সড়কের গোল চত্বর দাশুড়িয়া ট্রাফিকমোড়। ঈশ্বরদী-ঢাকা, কুষ্টিয়া,যশোর, খুলনাসহ দক্ষিণাঞ্চল ও নাটোর, রাজশাহী ও বগুড়াসহ উত্তরাঞ্চলের যানবাহন চলাচলের জন্য গুরুত্বপুর্ণ দাশুড়িয়া ট্রাফিক মোড় । গুরুত্ব বিবেচনায় এই মোড়ের সড়কগুলোর উন্নয়ন কাজ ব্যাপক অনিয়মের মাধ্যমে সম্পন্ন করা হয়েছে ।
শীতকালে এই মোড়ের সড়কগুলো ভাল থাকলেও বর্ষা মৌসুমের শুরুতেই খানা-খন্দের সৃষ্টি হয়ে মরণফাঁদে পরিণত হয়। প্রতি বছর বর্ষা মওসুমে সওজের পক্ষ থেকে একাধিবার এই সড়ক মেরামত করা হলেও তা এক মাসের বেশি স্থায়ী হয় না। সংস্কার কাজে অনিয়স আর ভারী ও অতিরিক্ত যানবাহন চলাচলের ফলে এই মোড়ের সড়ক দ্রুত খানাখন্দে পরিণত হয়। বর্তমানে সড়কে বড় বড় গর্তের সৃষ্টি হয়ে তা মরণফাঁদে পরিণত হয়েছে। প্রায় প্রতিদিনই এই মোড়ে বিভিন্ন প্রকার যানবাহন দূর্ঘটনার শিকার হচ্ছে। প্রত্যক্ষদর্শি ও এলাকাবাসীর দেওয়া অভিযোগ সুত্রে এসব তথ্য জানাগেছে। সুত্রমতে, , ট্রাফিকমোড় থেকে প্রায় ১’শ গজ সড়কপথের চারদিক জুড়ে সৃষ্টি হয়েছে গর্ত। সওজের কর্মকর্তারা দূর্নীতির মাধ্যমে ইট দিয়ে মেরামত করায় এখন সে ইটগুলো বের হয়ে গেছে। সামান্য বৃষ্টিতেই গর্তগুলো পানি জমে সড়কের নাজুক অবস্থা সৃষ্টি হয়। গর্তের কারণে যানবাহনগুলো ধীর গতিতে চলাচল এবং গতিপথ পরিবর্তন করায় সৃষ্টি হচ্ছে তীব্র যানজট। ট্রাফিকমোড়ের গতের কারণে যানবাহন চলাচলে সমস্যা হচ্ছে। প্রতিদিন মাল বোঝাই ট্রাক ও যাত্রীবাহী বাস ঝুঁকির মধ্য দিয়ে চলাচল করছে। কয়েকটি ট্রাক ও ট্রলি উল্টে যাবার ঘটনাও ঘটেছে।
এছাড়া রাতে চলাচলকারী অনেক গাড়ী গতি নিয়ন্ত্রন করতে না পারায় গর্তে পড়ে মাঝেমধ্যেই আটকে থাকে। দাশুড়িয়া সড়কটি চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। অতিগুরুত্বপূর্ণ এই সড়কটি মেরামতের জন্য পাবনা জেলা প্রশাসনকে অনুরোধ করেছি। সড়কটি অতিগুরুত্বপূর্ণ। এটি একাধিকবার মেরামত করা হয়েছে। কিন্তু সড়কে বৃষ্টির পানি জমে থাকার কারণে তা দ্রুত খানাখন্দের সৃষ্টি হচ্ছে। সড়কটি আবারো মেরামতের জন্য অনুরদ্ধ করছি। ভারী ও অতিরিক্ত যানবাহন চলাচলের জন্য ট্রাফিক মোড়ের আশ-পাশে সড়ক ঢালাই করা প্রয়োজন। এতে সড়ক দীর্ঘস্থায়ী হবে।
অতএব আপনার কাছে আকুল আবেদন আপনে ব্যবস্থা নেন। এবং এই সমস্যা আর কতদিন ভোগ করতে হবে আমাদের এবং এর সমাধান কবে হবে?