View Question 2141 views

Subject : ভ্রাম্যমাণ লাইব্রেরী

Avatar

Written By : Joy Kumar

নমস্কার স্যার,

স্যার আমি আপনার চারঘাটের অন্তর্ভূক্ত পাটিয়াকান্দি গ্রামের একজন ছেলে। আমি দীর্ঘদিন ধরে একটা সমস্যা দেখে আসছি।জানিনা এইটা সবার সমস্যা কীনা।তবে যেহেতু আমি একজন নাগরিক তাই আমার সমস্যাটা তুলে ধরা উচিৎ। আমি একান্ত নিজে থেকেই লক্ষ্য করেছি আমাদের চারঘাটে ভ্রাম্যমাণ লাইব্রেরী নেই।এইটা আমার কাছে খুব দুঃখজনক বিষয় মনে হয়েছে।এবং আমাদের গ্রামের স্কুল ছাড়াও আরো প্রায় সব গ্রামের স্কুল্পগুলিতে পাঠাগার নেই।এমনকি পাবলিক পাঠাগার ও নেই।স্কুলের ছেলেমেয়েদের মাদক এর প্রতি প্রবল আগ্রহ আমি দেখতে পাই।এবং আমি মনে করি এর থেকে ফিরিয়ে আনতে পাঠ্যবই এর পাশাপাশি পাঠাগেরর বই ভাল ভূমিকা রাখতে পারে।যেহেতু আমি এখনো অনেক ছোট তাই এখনো কিছু করতে পারছিনা।আমার ইচ্ছে আছে আমাদের গ্রামে ভাল একটি পাবলিক লাইব্রেরী দিব।যায় হোক স্যার এই গ্রামের ছেলেমেয়েদের জন্য একটা কিছু করার আহ্বান জানাচ্ছি আপনাকে।স্যার একটিবার অন্তত একটি ভ্রাম্যমাণ লাইব্রেরীর কথা ভেবে দেখবেন।স্যার অনেক কিছুই বলতে ইচ্ছে করছে,অনেক ভাল কিছু করতে ইচ্ছে করে নীজ গ্রামের জন্য।কিন্তু পড়ালেখার জন্য হয়ে উঠে না।গ্রামে থাকা হয়না।ভাল থাকবেন স্যার।

আপনার চারঘাটের একজন ছোট্ট সাধারণ নাগরিক এর পক্ষ থেকে আপনার জন্য শুভকামনা