View Question 2065 views

Subject : আপনার নির্বাচনী এলাকার যে কোন ভোটার (অসহায়,দুস্থ,গরিব)সরাসরি আপনার নিকট যে কোন অভিযোগ উত্থাপন করতে পারা নিয়ম প্রসঙ্গে ।

Avatar

Written By : MD SHAHADOT HOSSEIN

মাননীয় এ ম পি

মহোদয়

আমার সালাম নিবেন ।আশা  করি আপনি ভাল আছেন এবং সব সময় ভালো থাকেন দোয়া করি।আমার প্রশ্ন হচ্ছে  আপনার নির্বাচনী এলাকার যেকোনো ভোটার সরাসরি আপনার নিকট যে  কোন অভিযোগ দাবি বা আবদার উথাপন করতে পারবে কি ?অথবা আপনার সহযোগিতায় প্রতিটি ইউনিয়নে একটি করে অভিযোগ বক্স  দিলে সুবিধা হতো ।জাতে করে অসহায় বাক্তিরা নির্ভয়ে তাদের অভিযোগগুলো উপথাপন করতে পারত।তাই এরূপ আপনার কোন  পরিকল্পনা আছে কি ?

বিনীত নিবেদক,

মোঃ শাহাদত হোসেন