গত এক বছর ধরে 'আমারএমপি' ডট কম বাংলাদেশের একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ৩০০ টি আসনে আওয়ামী লীগ ও বিএনপির যেসব প্রার্থী জনপ্রিয়তায় এগিয়ে আছে এই নিয়ে সার্ভে করে আসছে। ইতোমধ্যে সেই সার্ভে শেষ হয়েছে। আমরা বিভাগওয়ারী সেই সার্ভের ফলাফল প্রকাশ করতে যাচ্ছি। আমাদের আজকের পর্ব রংপুর বিভাগ।
আমারএমপি'র সার্ভে এর প্রশ্নগুলো যেভাবে ছিল...
১. আপনার নির্বাচনী এলাকার নাম কি?
২. আপনি নারী না পুরুষ নাকি তৃতীয় লিংগ?
৩. আপনার বয়স?(১৮-২২), (২৩-২৭), (২৮-৩২), (৩২-৪০), (৪১-৫০), ৫১+
৪. আগামী সংসদ নির্বাচনে আপনি কোন রাজনৈতিক দলকে ভোট দিবেন?
৫. আপনার আসনে আপনার পছন্দের প্রার্থীর নাম কি?
প্রতিটি আসনে ফিক্সড স্যাম্পোল ছিল ৫০০০। ২০০১ এবং ২০০৮ এর নির্বাচনে যেসব কেন্দ্রে প্রথম ও ২য় হওয়া প্রার্থীর ভোটের ব্যবধান ৫-১০% ছিলো সেসব কেন্দ্র থেকে এই ৫০০০ স্যাম্পোল নেওয়া হয়েছে। ডাটা সংগ্রহে যথাসাধ্য চেষ্টা করা হয়েছে নিরপেক্ষতা বজায় রাখার জন্য।
রংপুর বিভাগের ৩৩ টির আসনে আওয়ামী লীগের যেসব প্রার্থী এগিয়ে আছেন তারা হলেন, মনোরঞ্জন শীল গোপাল, খালিদ মাহমুদ চৌধুরী, ইকবালুর রহিম, এ এইচ মাহমুদ আলী, মোস্তাফিজুর রহমান, শিবলী সাদিক, অরুণাংশ দত্ত টিটো, প্রবীর কুমার রায়, এমদাদুল হক, মোজাহারুল হক প্রধান , নজরুল ইসলাম সুজন, আফতাব উদ্দিন সরকার, আসাদুজ্জামান নূর, অধ্যাপক গোলাম মোস্তফা, দেওয়ান কামাল আহম্মেদ, মোতাহার হোসেন, নুরুজ্জামান আহমেদ, ইঞ্জি. আবু সালেহ মো. সাঈদ দুলাল, আলহাজ রুহুল আমিন, আহসানুল হক চৌধুরী ডিউক, চৌধুরী খালেকুজ্জামান, টিপু মুনশী, এইচ এন আশিকুর রহমান, সজীব ওয়াজেদ জয়, গোলাম মোস্তফা, জাফর আলী, অধ্যাপক এম এ মতিন, মোঃ জাকির হোসেন, আফরোজা বারী, মাহাবুব আরা বেগম গিনি, ডা. ইউনুস আলী সরকার ,অধ্যক্ষ আবুল কালাম আজাদ এবং অ্যাড. ফজলে রাব্বী মিয়া।
অন্যদিকে বিএনপি'র যারা বিভিন্ন আসনে এগিয়ে আছেন তারা হলেন, মঞ্জুরুল ইসলাম , লে জেনারেল মাহবুবুর রহমান, তাহাসিন আখতার ডন, আলহাজ আখতারুজ্জামান মিয়া , রেজওয়ানুল হক , লুতফুর রহমান মিন্টু , মির্জা ফখরুল ইসলাম আলমগীর , জেড এম মর্তুজা চৌধুরী তুলা , জিয়াউল ইসলাম জিয়া , ব্যরিস্টার জমির উদ্দিন , ব্যরিস্টার নওশাদ জমির , ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম তুহিন, সামসুজ্জামান জামান , ফাহমিদ ফয়সল কমেট চৌধুরী , বেবী নাজনীন , ব্যরিস্টার হাসান রাজীব প্রধান , জাহাংগীর আলম , আসাদুল হাবিব দুলু , ওয়াহেদুজ্জামান মাবু , পরিতোষ চক্রবর্তী , মুক্তিযুদ্ধা মোজাফফর হোসেন , এমদাদুল হক ভরসা , অধ্যাপক ড. মমতাজ উদ্দিন , নূর মোহাম্মদ মণ্ডল , আবুল কাসেম সরকার , রুহুল কবীর রিজভী , তাজভীর উল ইসলাম , মিজানুর রহমান মিনু , এডভোকেট মো জাহাংগীর আলম ,মো আনিসুজ্জামান খান বাবু , ডঃ মো মইনুল হাসান সাদিক , মো আব্দুল মান্নান এবং নাজমুল ইসলাম নয়ন।
জাতীয় পার্টি থেকে জনপ্রিয়তার দিক থেকে যারা এগিয়ে আছেন তারা হলেন, দেলোয়ার হোসেন , আহমেদ শফি রুবেল , রেজাউর রাজি স্বপন চৌধুরী , হাফিজ উদ্দিন আহমেদ ,আবু সালেক , জাফর ইকবাল সিদ্দীক , শওকত চৌধুরী , মেজর খালেদ আকতার , জি এম কাদের, রোকনুজ্জামান বাবুল , মশিউর রহমান রাঙ্গা , হুসেইন মুহম্মদ এরশাদ , সেলিম বেঙ্গল , জাহাংগীর হোসেন , মোস্তাফিজুর রহমান, ডা. আক্কাছ আলী সরকার , মোঃ রুহুল আমিন , ব্যারিস্টার শামীম হায়দার পাটয়ারী , আব্দুর রশিদ সরকার , ব্যারিস্টার দিলারা খন্দকার এবং লুতফুর রহমান।
পরবর্তী পর্বে আমরা ময়মনসিংহ বিভাগের আওয়ামী লীগ ও বিএনপির যেসব প্রার্থী জনপ্রিয়তায় এগিয়ে আছে সেগুলো প্রকাশ করবো।
4056 views